নওদায় ১৫ বছর পর নিখোঁজ সম্রাট হালদারের নিরাপদ প্রত্যাবর্তন থানার উদ্যোগে।

Spread the love

১৫ বছর পর নিখোঁজ সম্রাট হালদারের প্রত্যাবর্তন, নওদা থানার উদ্যোগে পরিবারের হাতে হস্তান্তর

নওদা থানা সূত্রে জানা গেছে, কয়েক দিন আগে থানার একটি CUG নম্বরে অজানা এক ব্যক্তির ফোন আসে। নিজেকে সম্রাট হালদার বলে পরিচয় দিয়ে তিনি জানান, তিনি নওদা পোস্ট অফিস সংলগ্ন এলাকা চেনেন কিন্তু সঠিক ঠিকানা বলতে পারছেন না। আরও জানান, ২০১০ সালে বয়স প্রায় ১৯ বছর থাকাকালীন আত্মীয়দের সঙ্গে কাজের উদ্দেশ্যে হায়দরাবাদ গিয়েছিলেন এবং আর বাড়ি ফেরেননি। তাঁর কাছে কোনো পরিচয়পত্র ছিল না এবং গত ১৫ বছর ধরে তিনি পরিবার বা পরিচিতজনদের সঙ্গে যোগাযোগ রাখেননি।

সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমের মাধ্যমে তিনি নওদা থানার CUG নম্বর সংগ্রহ করে যোগাযোগ করেন। বিষয়টি খতিয়ে দেখে পুলিশ তাঁর পরিচয় নিশ্চিত করে—তিনি নওদা পোস্ট অফিস সংলগ্ন হালদারপাড়া এলাকার বাসিন্দা, মৃত খোকন হালদারের ছেলে সম্রাট হালদার। তাঁর মা কল্যাণী হালদার জন্ম সনদ প্রদর্শনের মাধ্যমে পরিচয়ের প্রমাণ দেন।

নওদা থানার উদ্যোগে সম্রাট হালদারের নিরাপদ প্রত্যাবর্তনের ব্যবস্থা করা হয়। শুক্রবার থানায় উপস্থিত হলে তাঁকে আন্তরিকভাবে স্বাগত জানানো হয়, মিষ্টি খাওয়ানো হয় এবং পরবর্তীতে পরিবারের কাছে সুরক্ষিতভাবে হস্তান্তর করা হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *