রানিতলায় বিপুল পরিমাণ গাঁ*জা উদ্ধার, গ্রে*ফতার দুই পাচারকারী!

Spread the love

এই মুহূর্তের সবচেয়ে বড় খবর! রানিতলায় বিপুল পরিমাণ মাদকদ্রব্য গাঁজাসহ গ্রেফতার দুই ব্যক্তি — পুলিশের তৎপরতায় ব্যর্থ হল বড় চক্রের পরিকল্পনা!

আপনাদের আরো একবার জানিয়ে রাখি।মুর্শিদাবাদ জেলার রানিতলায় বিপুল পরিমাণ মাদকদ্রব্য গাঁজাসহ দুই ব্যক্তিকে গ্রেফতার করল রানিতলা থানার পুলিশ। জানা যায়, রানিতলা থানার ভারপ্রাপ্ত আধিকারিক অরিজিৎ ঘোষ গোপন সূত্রে খবর পান যে, রানিতলা থানার অনুপনগর মাদ্রাসা সংলগ্ন বাগান এলাকায় দুই ব্যক্তি গাঁজা ভর্তি বস্তা নিয়ে বসে আছে। খবর পাওয়া মাত্রই অভিযানে নামে রানিতলা থানার পুলিশ টিম। পুলিশের নেতৃত্বে ছিলেন ভারপ্রাপ্ত আধিকারিক নিজে, সঙ্গে ছিলেন থানার একাধিক আধিকারিক ও কর্মী।

হানা দিয়ে বিপুল পরিমাণ গাঁজা উদ্ধার করে পুলিশ, এবং হাতেনাতে গ্রেফতার করা হয় দুই অভিযুক্তকে। প্রাথমিক তদন্তে জানা গেছে, উদ্ধার হওয়া গাঁজাগুলি কলকাতা পাঠানোর উদ্দেশ্যে পাচার করা হচ্ছিল। তারা ভগবানগোলা রেল স্টেশন থেকে ট্রেনে ওঠার প্রস্তুতি নিচ্ছিল, কিন্তু তার আগেই পুলিশের জালে ধরা পড়ে যায় দুই মাদক পাচারকারী।

রানিতলা থানার এই অভিযানে এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে। স্থানীয় মানুষ পুলিশের এই সাফল্যে সাধুবাদ জানিয়েছেন। এলাকাবাসীর মতে, দীর্ঘদিন ধরেই ওই অঞ্চলে গোপনে মাদক ব্যবসা চলছিল, পুলিশের এই অভিযান সেই চক্রের বড় একটি দিক ভেঙে দিল।

পুলিশ সূত্রে জানা যাচ্ছে, উদ্ধার হওয়া গাঁজার পরিমাণ বিপুল — বাজারমূল্য কয়েক লক্ষ টাকা। ইতিমধ্যেই ধৃত দুই ব্যক্তিকে জিজ্ঞাসাবাদ শুরু করেছে রানিতলা থানার পুলিশ, এবং কে বা কারা এই চক্রের সঙ্গে যুক্ত তা খতিয়ে দেখা হচ্ছে।

এ বিষয়ে ভগবানগোলা SDPO বিমান হালদার জানিয়েছেন, “গোপন সূত্রে খবর পেয়েই দ্রুত ব্যবস্থা নেওয়া হয়েছে। পুলিশের এই সাফল্য ভবিষ্যতে মাদক চক্র রুখতে বড় ভূমিকা নেবে।”

এদিকে রানিতলায় পুলিশের এই সাফল্যে একদিকে যেমন স্বস্তি এলাকাবাসীর, অন্যদিকে শুরু হয়েছে তল্লাশি মাদক পাচার চক্রের মূল হোতাদের খুঁজে বের করতে। পুলিশের তদন্ত চলছে জোরকদমে।

মুর্শিদাবাদ থেকে ইব্রাহিম শেখের রিপোর্ট খবর 24,যা সত্য, তা প্রকাশিত।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *