ভগবানগোলায় কি শুরু তৃণমূলের শেষ অধ্যায়? রাজনীতির ময়দানে বিজেপির জোর ধাক্কা!

Spread the love

দুর্নীতি–কাটমানি–পদত্যাগে কোণঠাসা তৃণমূল!
ভগবানগোলার ঘাঁটিতে বিজেপির প্রবেশ—পতনের ঘণ্টা কি বেজেই গেল?
ভগবানগোলা দুই নম্বর ব্লক—
এই মুহূর্তে মুর্শিদাবাদ জেলার রাজনীতির সবচেয়ে আলোচিত নাম।
দুর্নীতি, কাটমানি, মস্তানি—
একটার পর একটা অভিযোগে শাসক দল তৃণমূল কংগ্রেসের নেতাদের নাম উঠে আসছে খবরের শিরোনামে।
তার উপর একাধিক নেত্রীদের পদত্যাগ—
সব মিলিয়ে ভগবানগোলায় চরম অস্বস্তিতে তৃণমূল শিবির।
আর ঠিক এই রাজনৈতিক টালমাটাল পরিস্থিতির মধ্যেই,
তৃণমূলের তথাকথিত দুর্গে কার্যত ঢুকে পড়ল ভারতীয় জনতা পার্টি।
ভগবানগোলা বিধানসভার অন্তর্গত ভগবানগোলা দুই নম্বর ব্লকে
আনুষ্ঠানিকভাবে উদ্বোধন হলো বিজেপির SIR সহায়তা কেন্দ্র।
যে এলাকায় এতদিন বিজেপির নামগন্ধও শোনা যেত না,
সেই এলাকাতেই হঠাৎ বিজেপির ব্যানার, বিজেপির পতাকা
এবং সহায়তা কেন্দ্র—
দৃশ্যটা দেখে চমকে উঠেছেন সাধারণ মানুষ থেকে শুরু করে রাজনৈতিক মহল।
বিজেপি নেতা ভাস্কর সরকার স্পষ্ট ভাষায় জানিয়েছেন,
“আজ সহায়তা কেন্দ্র, আগামী দিনে এখানেই হবে বিজেপির পার্টি অফিস।”
বিজেপির অভিযোগ,
তৃণমূলের উন্নয়ন এখন শুধু রাতের আলোয় সীমাবদ্ধ।
রাস্তার ধারে দু’একটা ল্যাম্পপোস্ট বসিয়ে আলো জ্বালানোই কি উন্নয়ন?
দিনের আলোয় সেই উন্নয়ন কোথায়?
আজও মানুষ কাঁদে রাস্তার অভাবে,
আজও মানুষ ভোগে পানীয় জলের সমস্যায়।
এই দীর্ঘদিনের বঞ্চনার প্রতিবাদেই
সংখ্যালঘু সহ সব শ্রেণির মানুষ বিজেপির দিকে ঝুঁকছে—
এমনটাই দাবি গেরুয়া শিবিরের।
অন্যদিকে,
তৃণমূল কংগ্রেস বিজেপির বিরুদ্ধে তুলেছে তোলাবাজির পাল্টা অভিযোগ।
রাজনৈতিক তরজা পৌঁছেছে চরমে।
তবে প্রশ্ন একটাই—
দুর্নীতি, কাটমানি আর পদত্যাগে জর্জরিত ভগবানগোলায়
তৃণমূলের শক্ত ঘাঁটিতে বিজেপির এই প্রবেশ
তাহলে কি ভগবানগোলায় তৃণমূল কংগ্রেসের পতন অবশ্যম্ভাবী?
মুর্শিদাবাদ থেকে ইব্রাহিম শেখের রিপোর্ট,
খবর ২৪।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *