
লালগোলা, মুর্শিদাবাদ: গোপন সূত্রের খবরের ভিত্তিতে লালগোলা থানার পুলিশ বুধবার রাতে কালমেঘা গ্রাম পঞ্চায়েতের অধীনে দক্ষিণ লতিবারপাড়ার চামাপাড়ায় হানা দেয়। সেখানে মেবতাহাজুল ওরফে মেটা (২৮), পিতা হাসান আলীর বাড়িতে তল্লাশি চালিয়ে বিপুল পরিমাণ হেরোইন উদ্ধার হয়।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, অভিযানে মেবতাহাজুলের বাড়ি থেকে মোট ৩৪১ গ্রাম হেরোইন উদ্ধার ও জব্দ করা হয়। ঘটনাস্থল থেকেই অভিযুক্তকে আটক করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদের পরই তাকে গ্রেফতার করা হয়।
পুলিশ জানিয়েছে, ধৃতের বিরুদ্ধে ইতিমধ্যেই সুনির্দিষ্ট মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু হয়েছে। বৃহস্পতিবার তাকে স্থানীয় আদালতে তোলা হবে এবং আট দিনের পুলিশ হেফাজতের আবেদন জানানো হবে বলে জানা গেছে।
লালগোলা থানার এক আধিকারিক জানিয়েছেন, ‘‘মাদক পাচারের বিরুদ্ধে আমাদের অভিযান অব্যাহত থাকবে। আমরা গোপন সূত্রে খবর পেয়েই তৎক্ষণাৎ এই পদক্ষেপ করি।’’
স্থানীয় মানুষদের দাবি, দীর্ঘদিন ধরেই ওই এলাকায় গোপনে মাদক বেচাকেনা চলছিল। পুলিশের এই পদক্ষেপে তারা স্বস্তি প্রকাশ করেছেন। এলাকায় যাতে পুনরায় মাদক ব্যবসা মাথা না তোলে, সেই জন্যও তারা কড়া নজরদারির দাবি তুলেছেন।
পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, আটক ব্যক্তির আরও কোনও যোগসাজশ বা বড় কোনও চক্রের সঙ্গে যোগাযোগ রয়েছে কিনা, তা খতিয়ে দেখা হচ্ছে। ধৃতকে জেরা করে মাদক চক্রের মূল সূত্রে পৌঁছানোর চেষ্টা চলছে।
মাদক বিরোধী সচেতনতা বৃদ্ধি ও পুলিশের নজরদারি বাড়ানোর ফলে এ ধরনের অভিযান আরও জোরদার হবে বলে পুলিশ সূত্রের দাবি।