
মুর্শিদাবাদের ডোমকলে গোপন সূত্রের ভিত্তিতে বড়সড় অভিযান চালিয়ে অবৈধ আগ্নেয়াস্ত্র উদ্ধার করল পুলিশ। সূত্রের খবর, এসআই সুরজ সরকার ফোর্স নিয়ে ভিল-সাহাজিপাড়া, ডোমকল, মুর্শিদাবাদের বাসিন্দা বাপন শাহ (পিতা সুকুর শাহ)-র বাড়িতে হানা দেন। অভিযানে তার একচেটিয়া দখল থেকে একটি লোহার তৈরি ইম্প্রোভাইজড ফায়ার আর্মস (দেশি বন্দুক) এবং ৪ (চার) রাউন্ড জীবন্ত কার্তুজ উদ্ধার ও জব্দ করা হয়েছে।
পুলিশ সূত্রে জানা গেছে, বাপন শাহকে গ্রেফতার করা হয়েছে এবং অস্ত্র আইনে একটি সুনির্দিষ্ট মামলা রুজু হয়েছে। তাকে প্রয়োজনীয় কাগজপত্র সম্পূর্ণ করে আদালতে পেশ করার প্রক্রিয়া চলছে। সূত্রের খবর, পিসির নামাজের পরে তাকে লডি কোর্টে পাঠানো হবে।
স্থানীয়দের দাবি, সাম্প্রতিক সময়ে এলাকায় অপরাধমূলক কাজকর্মের প্রবণতা বেড়েছে। পুলিশের এই অভিযান সেই প্রবণতা রুখতে গুরুত্বপূর্ণ ভূমিকা নেবে বলে মনে করা হচ্ছে।
ডোমকল থানার এক সিনিয়র অফিসার জানিয়েছেন, উদ্ধার হওয়া অস্ত্র ও গুলির উৎস এবং উদ্দেশ্য সম্পর্কে বিস্তারিত তদন্ত শুরু হয়েছে।
অভিযানের ফলে এলাকায় স্বস্তি নেমে এসেছে। সাধারণ মানুষের প্রত্যাশা, এই ধরনের কড়া পদক্ষেপে দুষ্কৃতিদের দৌরাত্ম্য কমবে এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক থাকবে।