
মুর্শিদাবাদের ডোমকল আবারও দেখাল সম্প্রীতির উজ্জ্বল দৃষ্টান্ত। শুক্রবার সকাল প্রায় ১০টা নাগাদ ডোমকলের মধুরকুলে সদ্যপ্রয়াত সমর হালদারের শেষকৃত্যকে ঘিরে তৈরি হল এক মানবিক দৃশ্য।
মৃতদেহ বহনের জন্য কাঁচা বাঁশের খাটলি বাঁধতে এগিয়ে এলেন স্থানীয় রেজাবুল সেখ। পাশে দাঁড়িয়ে তদারকি করছিলেন জামাল সেখ। সঙ্গে ছিলেন প্রতাপ, পবিত্র এবং আরও অনেকে। ভিন্ন ভিন্ন সম্প্রদায়ের মানুষ একসঙ্গে এগিয়ে এসে শেষকৃত্যের প্রস্তুতিতে যে সক্রিয় ভূমিকা নিলেন, তা ফের প্রমাণ করল— ডোমকলের সামাজিক ঐক্য আজও অটুট।
স্থানীয়দের মতে, “ধর্ম আলাদা হলেও মানুষের দুঃখে সবাই এক। এই ঐক্যই বাংলার আসল পরিচয়।”
এই ঘটনাই আবারও স্পষ্ট করল— সহমর্মিতা ও সহাবস্থানের বার্তা যত্নে লালন করে চলছে ডোমকল।
–––
এই কপিটি নিউজ ওয়েবসাইটে ব্যবহারযোগ্য এবং তিন মিনিটের পাঠযোগ্যতার মধ্যে থাকবে।