
IPS কুমার সানী রাজ কোন ঘর থেকে উঠে আসা এই তরুণ পুলিশ সুপার । মুর্শিদাবাদের নতুন ভরসা— তরুণ আইপিএস কুমার সানি রাজ, সাধারণ মানুষের পাশে দাঁড়িয়ে নজির গড়ছেন জেলা পুলিশ সুপার। আজ আমাদের প্রতিবেদন থাকছে মুর্শিদাবাদ এসপি কুমার সানী রাজকে নিয়ে। তো চলুন তার জীবনের লড়াই এর গল্প শোনা যাক।
মুর্শিদাবাদের মানুষ এখন নতুন ভরসার নাম বলছেন— জেলা পুলিশ সুপার কুমার সানি রাজ। তরুণ এই আইপিএস অফিসার আজ আইনশৃঙ্খলা রক্ষার পাশাপাশি সাধারণ মানুষের পাশে দাঁড়িয়ে এক আলাদা পরিচিতি তৈরি করেছেন।
১৯৮৯ সালের ১৭ই অক্টোবর জন্মগ্রহণ করেন কুমার সানি রাজ। এক সাধারণ পরিবারে বেড়ে ওঠা এই তরুণ শুরু করেছিলেন সম্পূর্ণ অন্য পথে— পড়াশোনায় ছিলেন মেকানিক্যাল ইঞ্জিনিয়ার। জাতীয় প্রযুক্তি প্রতিষ্ঠান এনআইটি জামশেদপুর থেকে ইঞ্জিনিয়ারিং ডিগ্রি অর্জনের পর জীবনের প্রথম অধ্যায় কাটিয়েছেন ইন্ডিয়ান অয়েল কর্পোরেশনে চাকরি করে। সেখানেই তাঁর মনে জন্ম নেয় দেশের জন্য বড় কিছু করার স্বপ্ন। আর সেই স্বপ্নই তাঁকে নিয়ে আসে সিভিল সার্ভিসের মঞ্চে।
দীর্ঘ প্রস্তুতির পর অবশেষে ২০১৬ সালের সিভিল সার্ভিস পরীক্ষায় সফল হন তিনি। আর ২০১৭ সালের ২৮শে আগস্ট আনুষ্ঠানিকভাবে যোগ দেন ভারতীয় পুলিশ সার্ভিসে। পশ্চিমবঙ্গ ক্যাডারের এই অফিসারের ব্যাচ— ২০১৭। কঠিন প্রশিক্ষণ, অভিজ্ঞতার ভাঁজ পেরিয়ে তিনি ধাপে ধাপে এগিয়েছেন সাফল্যের পথে।
কুমার সানি রাজ প্রথমে বিভিন্ন জেলায় পুলিশি দায়িত্ব সামলানোর পর রাণাঘাট জেলার পুলিশ সুপার হিসেবে পরিচিতি পান। আর ২০২৫ সালে রাজ্য সরকারের প্রশাসনিক রদবদলের পর তাঁকে আনা হয় মুর্শিদাবাদের মতো গুরুত্বপূর্ণ জেলায়।
দায়িত্ব নেওয়ার পর থেকেই স্পষ্ট হয়েছে তাঁর কাজের ধারা। মুর্শিদাবাদ জেলা পুলিশের কার্যকলাপে এসেছে গতি, এসেছে নতুন আস্থা। অপরাধ দমন হোক বা সাধারণ মানুষের ছোটখাটো সমস্যা— প্রতিটি বিষয়েই কুমার সানি রাজ নিজে নজর দিচ্ছেন। শুধু অফিসে নয়, মাঠে নেমেও তিনি মানুষের পাশে দাঁড়াচ্ছেন। তাঁর কাছে পুলিশের দরজা মানে শুধু আইন নয়— মানবিকতারও প্রতিচ্ছবি।
আজ মুর্শিদাবাদের সাধারণ মানুষ বিশ্বাস করেন— তাঁদের পাশে আছেন এক পুলিশ সুপার, যিনি শুধু দায়িত্ব পালন করছেন না, বরং প্রতিটি নাগরিকের আস্থা জয় করছেন। এক সাধারণ পরিবার থেকে উঠে আসা, ইঞ্জিনিয়ার থেকে আইপিএস হওয়ার এই যাত্রা আজ যুব সমাজের কাছেও এক অনন্য অনুপ্রেরণা।
কুমার সানি রাজ দেখিয়ে দিচ্ছেন— নিষ্ঠা, পরিশ্রম আর মানবিকতার সমন্বয় ঘটলেই প্রশাসনের প্রতিটি স্তরে মানুষের আস্থা অর্জন করা যায়। মুর্শিদাবাদের পুলিশ সুপার আজ শুধু এক জেলা নয়, গোটা বাংলার কাছে উদাহরণ।
আপনার কাজের দক্ষতার কারণে আমাদের চ্যানেলের তরফ থেকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন রইল, মুর্শিদাবাদ থেকে ইব্রাহিম শেখের রিপোর্ট খবর 24, যা সত্য, তা প্রকাশিত।