
রাজস্থানে গিয়ে চাঞ্চল্যকর মৃত্যু, গলাকাটা অবস্থায় উদ্ধার মুর্শিদাবাদের ইসমাইল শেখের দেহ।
মুর্শিদাবাদ জেলার ভগবানগোলা-২ ব্লকের রানিতলা থানার অন্তর্গত বীরপাড়া গ্রামে নেমে এসেছে শোকের ছায়া। রাজস্থানে কাজের সন্ধানে গিয়ে চাঞ্চল্যকর ঘটনার শিকার হলেন গ্রামেরই যুবক ইসমাইল শেখ (৩২)।
পরিবার সূত্রে জানা গেছে, জীবিকার তাগিদে কয়েকদিন আগে রাজস্থানে পাড়ি দেন ইসমাইল। হঠাৎ করেই মঙ্গলবার রাতে বাড়িতে খবর আসে—রাজস্থানে গলাকাটা অবস্থায় উদ্ধার হয়েছে তাঁর মৃতদেহ। খবর ছড়িয়ে পড়তেই গোটা গ্রামে নেমে আসে শোকের ছায়া, কান্নায় ভেঙে পড়ে ইসমাইলের পরিবার।
ইসমাইলের পরিবারের দাবি, পরিকল্পিতভাবে খুন করা হয়েছে তাঁকে। তাঁদের অভিযোগ—কাজের সূত্র ধরে রাজস্থানে গেলেও শেষমেশ খুনের শিকার হতে হলো ইসমাইলকে। ঠিক কী কারণে এই নৃশংস হত্যাকাণ্ড ঘটল, তা নিয়ে উঠছে একাধিক প্রশ্ন।
ইতিমধ্যেই তদন্তে নেমেছে রানিতলা থানার পুলিশ। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, ইসমাইলের দেহ উদ্ধারের খবর পাওয়ার পরই রাজস্থান পুলিশও ঘটনাস্থলে পৌঁছে প্রাথমিক তদন্ত শুরু করেছে। অন্যদিকে, নিহতের গ্রামে শোকের আবহের পাশাপাশি দেখা দিয়েছে ক্ষোভও। দ্রুত দোষীদের গ্রেপ্তারের দাবি তুলেছেন স্থানীয়রা।
এলাকাবাসীর বক্তব্য—“খেটে খাওয়া মানুষ ছিল ইসমাইল। কাজের খোঁজে গিয়েছিল, কিন্তু ওর এভাবে মরতে হবে তা আমরা ভাবিনি। যারা দোষী, তাদের শাস্তি হোক।”
এখনও পর্যন্ত মৃত্যুর সঠিক কারণ জানা যায়নি। পুলিশ সূত্রে খবর, দেহ উদ্ধার করে ময়নাতদন্তে পাঠানো হয়েছে। প্রতিবেদন এলে পরিষ্কার হবে অনেকটা। তবে আপাতত ইসমাইলের অকালমৃত্যুতে শোকস্তব্ধ তাঁর পরিবার এবং সমগ্র বীরপাড়া গ্রাম।