বাংলাদেশে পাচারের আগেই উদ্ধার ১৪টি মহিষ।
বিএসএফ ও রানীতলা থানার পুলিশের যৌথ অভিযানে বড়সড় সাফল্য।
মুর্শিদাবাদ: সীমান্তবর্তী এলাকায় ফের বড় সাফল্য পেল সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ ও রানীতলা থানার পুলিশ। গতরাতে সীমান্ত দিয়ে পাচারের উদ্দেশ্যে নিয়ে যাওয়া হচ্ছিল ১৪টি মহিষ। গোপন সূত্রে খবর পেয়ে যৌথ অভিযান চালিয়ে ওই মহিষগুলি উদ্ধার করা হয়।
পুলিশ সূত্রে জানা গেছে, বহুদিন ধরে সীমান্তবর্তী এলাকায় পশু পাচার নিয়ে অভিযোগ উঠছিল। পাচার রুখতে প্রশাসন নজরদারি বাড়ালেও চক্রটি সক্রিয় ছিল। এদিন রাতে খবর পেয়ে বিএসএফ ও রানীতলা থানার পুলিশ মিলে বিশেষ অভিযান চালায়। তখনই পাচারকারীদের হাত থেকে ১৪টি মহিষ উদ্ধার করতে সক্ষম হয় তারা। তবে অভিযানের আগাম আভাস পেয়ে পাচারকারীরা পালিয়ে যায়।
স্থানীয়দের দাবি, এই এলাকায় বহুদিন ধরে এ ধরনের বেআইনি কাজকর্ম চলছে। সীমান্তরক্ষী বাহিনীর চোখ ফাঁকি দিয়ে বারবার পশু পাচার হচ্ছে। কিন্তু এবার পুলিশের তৎপরতায় পাচার চক্র বড়সড় ধাক্কা খেল। এলাকাবাসীর মতে, নিয়মিত এভাবে অভিযান চালালে সীমান্ত এলাকায় পাচার কার্যত কমে আসবে।
উদ্ধার হওয়া মহিষগুলির প্রাথমিক স্বাস্থ্য পরীক্ষা করিয়ে নিরাপদ স্থানে রাখা হয়েছে বলে জানা গেছে। এদিকে ঘটনার পর রানীতলা থানার পুলিশ ইতিমধ্যেই তদন্ত শুরু করেছে। কারা এই পাচার চক্রের সঙ্গে যুক্ত, তা চিহ্নিত করে আইনের আওতায় আনার চেষ্টা চলছে।
প্রশাসনের এক আধিকারিক জানান, সীমান্তে টহলদারি আরও জোরদার করা হবে এবং পাচার রুখতে গোপন সূত্রে খবরদারি বাড়ানো হচ্ছে। এলাকাবাসীর আস্থা বাড়ছে এই ধরনের অভিযানে।
মুর্শিদাবাদ থেকে ইব্রাহিম শেখের রিপোর্ট,
খবর 24 – যা সত্য, তা প্রকাশিত।