
রানিতলা থানার সিভিক ভলেন্টিয়ারের মর্মান্তিক মৃত্যু—সহকর্মীদের চোখে জল, শেষ স্যালুটে ভেসে উঠল আবেগের জোয়ার।
মুর্শিদাবাদ পুলিশ জেলার রানিতলা থানায় নেমে এসেছে গভীর শোকের ছায়া।
থানার সিভিক ভলেন্টিয়ার আব্দুর রহিমের মর্মান্তিক মৃত্যুতে স্তব্ধ সহকর্মী থেকে শুরু করে সাধারণ মানুষ সকলেই।
পরিবার সূত্রে জানা গেছে, দীর্ঘদিন ধরেই অসুস্থতায় ভুগছিলেন তিনি। গত কয়েকদিন ধরে শারীরিক অবস্থার অবনতি হলে ভর্তি করা হয় বহরমপুর মেডিকেল কলেজ ও হাসপাতালে। প্রায় দুই দিন ধরে চলতে থাকে চিকিৎসা, কিন্তু সোমবার সকালেই শেষ নিঃশ্বাস ত্যাগ করেন এই কর্তব্যনিষ্ঠ সিভিক ভলেন্টিয়ার।
খবর পৌঁছাতেই থানার সহকর্মীরা ভেঙে পড়েন কান্নায়।
মৃতদেহ থানায় আনা হলে আবেগে ভেসে ওঠে গোটা রানিতলা থানা। থানার ভারপ্রাপ্ত আধিকারিক অরজিৎ ঘোষের নেতৃত্বে সমস্ত পুলিশ কর্মীরা দাঁড়িয়ে সম্মানের সহিত তাঁকে শেষ স্যালুট জানান।
সহকর্মীদের চোখে জল, বুকভরা শ্রদ্ধা আর অপার কষ্ট—সেই আবেগে এক মুহূর্তের জন্য থমকে যায় থানার আঙিনা।
এরপর পুলিশের পক্ষ থেকে পূর্ণ মর্যাদার সঙ্গে তাঁর দেহ দাফনের উদ্দেশ্যে নিয়ে যাওয়া হয় গ্রামের বাড়িতে।
এক নিষ্ঠাবান ও কর্তব্যপরায়ণ সহকর্মীকে হারিয়ে যেন আজও বিশ্বাস করতে পারছেন না কেউ।
মুর্শিদাবাদ থেকে ইব্রাহিম শেখের রিপোর্ট খবর 24,যা সত্য, তা প্রকাশিত।