২১ কেজি গাঁজাসহ দুই যুবক গ্রেপ্তার, সাগরপাড়া থানার পুলিশের সাফল্য।

Spread the love

২১ কেজি গাঁজাসহ দুই যুবক গ্রেপ্তার, সাগরপাড়া থানার পুলিশের সাফল্য।

এই মুহূর্তের বড়ো খবর, মুর্শিদাবাদ জেলা পুলিশের ফের সাফল্য। সাগরপাড়া থানার উদ্যোগে ভারত-বাংলাদেশ সীমান্তের দিকে পাচারের উদ্দেশ্যে নিয়ে যাওয়া হচ্ছিল ২১ কেজি গাঁজা। গোপন সূত্রে খবরের ভিত্তিতে অভিযান চালিয়ে পুলিশের জালে ধরা পড়ে দুই যুবক। তাদের কাছ থেকে উদ্ধার হয় প্রায় ২১ কেজি গাঁজা।

ধৃতদের নাম জামরুল শেখ ও সামিউল শেখ। দু’জনেই সাগরপাড়া থানার বাসিন্দা বলে জানা গেছে। পুলিশ সূত্রে খবর, সীমান্তবর্তী এলাকায় দীর্ঘদিন ধরেই চলছে অবৈধ চোরা কারবার, আর তা রুখতেই লাগাতার অভিযান চালাচ্ছে সাগরপাড়া থানার পুলিশ।

থানা সূত্রে আরো জানা গেছে, আজকের এই সাফল্যের মূল কৃতিত্ব ওসি মোহাম্মদ খোরশেদ আলমের নেতৃত্বে গড়ে ওঠা বিশেষ টিমের। ধৃতদের বিরুদ্ধে মাদক আইনে মামলা রুজু করা হয়েছে। তাদের সাগরপাড়া থানার অন্তর্গত সীতানগর বড়তলা এলাকা থেকে গ্রেপ্তার করা হয়।

ডোমকল সার্কেল ইন্সপেক্টর তাপস দাস জানিয়েছেন, ধৃতদের আগামীকাল আদালতে পাঠানো হবে এবং তাদের বিরুদ্ধে সাত দিনের পুলিশ রিমান্ডের আবেদন করা হবে। তিনি আরও বলেন, সীমান্ত এলাকায় এই ধরনের অবৈধ কারবার রুখতে পুলিশের অভিযান অব্যাহত থাকবে।

মুর্শিদাবাদ থেকে ইব্রাহিম শেখের রিপোর্ট খবর 24

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *